ইয়েমেনের রাজধানী সানায় জানাজার সময় সৌদি বিমান হামলায় ১৪৩ জন নিহত ও ৫০০ বেশী আহত। (১১ অক্টোবর ২০১৬ তারিখে)
সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ১০ হাজার ইয়েমেনি নিহত হয়েছে। pars today, peace news)
ইয়েমেনে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি লঙ্ঘন করে সৌদি জঙ্গিবিমানগুলো দেশটির বিভিন্ন এলাকায় আবারো বোমা বর্ষণ করেছে।
ইয়েমেনে কারাগারে বিমান হামলায় নিহত অর্ধশতাধিক ( 31 October 2016)
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের আব্স শহরের একটি হাসপাতালে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ১৫ আগস্ট ২০১৬)
এই রকম আরো অনেক উদাহারন দিতে পারি মুসলিম প্রিয় ঈমানী ভাই দের উদ্দেশ্যে। কিন্তু ফলাফল শূন্য। যদি মুসলমান দের প্রতি এত দরদ থাকে তাহলে ২ বছরের ও বেশী সময় ধরে সৌদি আরব হামলা চালাচ্ছে ইয়েমেন এ তখন ভাই এত ঈমানী চেতনা কই ছিল? রোহিঙ্গাদের জন্য ঈমান এত বাড়লো কেন? সৌদি পেট্রো ডলার নিয়ে মোল্লা শয়তানের বাচ্চারা সবায় চুপ ছিল আর আজ ইসলাম প্রীতি জেগে উঠলো সবার?
যাদের ঈমান পেট্রো ডলার এর কাছে বিক্রি হয়ে যায় তারাই আজ ইসলামের ধারক বাহক, রক্ষক দাবীদার! বাংলাদেশীরা, মুসলমানরা হিন্দু, সাওতালদের নির্যাতন করে মহানবীর বাণী " যার হাত ও মূখ থেকে ওপর ব্যক্তি নিরাপদ সেই প্রকৃত মুসলমান " এই বানীকে ছুড়ে ফেলে আর সেখানে তারা জীব হত্যা মহাপাপ বানীকে ছূড়ে ফেলে দিল। আমাদের আর তাদের আদর্শ তো একই। ছোট্ট একটা দেশ ১৬ কোটিরও বেশী মানুষ অথচ থাকা উচিত ছিল এর অর্ধেক। আর দরকার নাই। বাংলাদেশের সীমান্ত খুলে দেয়াটা কোন উত্তম সিধান্ত নয় । কারন তারা অনেক বেশী অপরাধ প্রবন, টাকা দিয়ে এদের দিয়ে যে কোন কু কর্ম করানো সম্ভব। ও আই সি, জাতিসংঘ, এমনেস্টি ইন্টারন্যাশনাল, মাতাব্বর সৌদি আরব আছে তো,
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




