
আমি খুন করেছি
এক উস্ফুলিঙ্গ রক্তজবা
দেখো এখনো রক্তাক্ত ওর সারা অঙ্গ
আমার তরবারির আঘাতে ক্ষতবিক্ষত ওর দেহ
সেও আমাকে আঘাত করতে চেয়েছিল
তার তীক্ষ ধারালো তীর সম কাটা দিয়ে
কিন্তু না আমিতো সকল আঘাতের উর্ধে
কোন আঘাত আমাকে স্পর্শ করতে পারে না
আঘাতের গুরুত্ব বুঝার ক্ষমতা
সে অনেক আগেই হারিয়ে ফেলেছে
তরুণীর বক্ষে ঝাপিয়ে পরা
হায়নাদের তীক্ষ আক্রমন
সাদা গোলাপের ন্যায় দেহকে
ক্ষত বিক্ষত করা
অতপর রঞ্জিত হৃদপিন্ডের রক্ত পানে
পিপাসিতের শান্ত হওয়া
হেটে হেটে চেয়ে দেখা জগতের পথ জুড়ে
রক্তের ক্যানেল বয়ে চলা
এবং আবিষ্কার করা মৃত্যুর নব্য কৌশল
অনুভুতিহীন হৃদয়কে আঘাত করবে
রংহীন হৃদয়কে রঞ্জিত করবে
তোমার আপন হাতের স্পর্শে
আমার হৃদয় উড়াবে
এবং তুলে নেবে আমার প্রাণ
তোমার আপন হাতের পরশে
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



