সর্ব প্রথম প্রসংশা করি
সেই মহান স্রষ্টার ৷
যিনি মোদের দিয়েছেন তৌফিক
দু'টি কথা লিখিবার ৷৷
***
দরুদ ও সালাম তাঁহাদের প্রতি
যাঁহারা হলেন আল্লাহর জ্যোতি ৷
ভারী দু'টি বস্তুর মধ্যে একটি নবী পরিবার
সবাই মিলে দরুদ পড়ি তাঁহাদের তরে একবার ৷৷
***
সাড়া বিশ্ব তাঁর অধিনে
করিবেন তিনি শাসন ৷
তাঁহার দানেই যত দারিদ্রতা
হইবে সবই মোচন ৷৷
তাঁহার পরশেরই ভুল-ভ্রান্তি সব
হইবে দূরীভূত ৷
তাঁহার আগমনে সারা বিশ্ব
হইবে আলোকিত ৷৷
***
সবাইকে তিনি দেখাবেন এসে
সঠিক পথের দিশা ৷
তাঁহার পিছনে পড়িবেন নামাজ
স্বয়ং হযরত ঈসা ৷৷
***
খেলাফত বলি, ইমামত বলি
যাহাই বলি না কেন!
সবার কাছেই শ্রেষ্ঠ তিনি
কাহারো কাছে নয় হীন ৷৷
***
মেঘের ফাঁকে সূর্য যেমন
করে আলো দান ৷
তেমনি মোদের সবার প্রতি
আছে তাঁহার টান ৷৷
***
মুসলিম মিল্লাত ৭২ভাগে
হয়েছে বিভাজিত ৷
তিনি এসেই সব দলকে
করবেন একত্রিত ৷৷
***
আমরা তাঁহার হুকুমের গোলাম
এই দুনিয়ার পরে ৷
নির্দেশ পেলেই জীবন দিব
দ্বীন ইসলামের তরে ৷৷
***
দাজ্জাল যখন এই দুনিয়ায়
হবে মহামারী ৷
ইমাম এসেই শেষ করিবেন
তাহার বাহাদুরী ৷৷
***
তাঁহার প্রকাশের শেষ হয়ে যাবে
খেলাফত বা ইমামতের ধারা ৷
সকল কিছুই ধ্বংস হবে
আল্লাহ তায়ালা ছাড়া ৷৷
***
আশাকরি শেষ ইমামের
হব মোরা সৈনিক ৷
এই দোয়ায় করবো মোরা
নামাজের পরে দৈনিক ৷৷
***
দরুদ পাঠাই তাঁহার সকাশে
হে পরওয়ার দেগার ৷
তাড়াতাড়ি এই ভবেতে
আবির্ভাব ঘটাও তাঁহার ৷৷
***
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৮ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



