somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আততায়ী শীত, এবং সিরিয়াল কিলার আমরা...

২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'শ্রান্ত হয়েছে দিন ,
আলো হয়ে এল ক্ষীণ ,
কালো ছায়া পড়ে দিঘি-জলে ।
শীত-হাওয়া জেগে ওঠে ,
ধেনু ফিরে যায় গোঠে ,
বকগুলো কোথা উড়ে চলে ।'
-------“শীত, রবীন্দ্রনাথ ঠাকুর ”

রবীন্দ্রনাথের বর্ণনার মতো এতো মনোহরিনী শীত এবার পড়েনি। এবার পড়েছে জমজমাট ‘নো ফ্রস্ট’ শীত। বরফ জমছে না কিন্তু শীতের লু হাওয়া সব কিছু যেন জমাট করে ফেলছে। মুভিতে দেখেছি, পুলিশ অপরাধীকে ধরার সময় বলে ‘ফ্রিইইইজ’। এবার যে হারে শীত পড়েছে তাতে আমাদের দেশের অপরাধী হলে বলতো, ‘জইমাই তো আছি।‘

হালকা চালে শুরু করলেও যে বিষয়টি নিয়ে লিখতে বসেছি সেটি মোটেও হালকা নয়। আসলে যে উদ্দেশ্য নিয়ে এই পোস্টটি লিখতে বসেছি তাতে এর শুরুটি হওয়ার কথা ছিলো ভূপেন হাজারিকা সেই বিখ্যাত গানটি দিয়ে, “মানুষ মানুষের জন্যে...” কারণ হচ্ছে, এবারের আততায়ী শীত এবং শৈত্য প্রবাহ। সত্যি বলছি, এবারের মতো খুনে শীত আমি কোনবারই দেখি নি। খবরের পাতায় চোখ বুলিয়ে দেখলাম এবারের শীতকে খুনে, আততায়ী বলে একদম ভুল কিছু করিনি। কয়েকটি উদাহরণ দেই:



বিডি নিউজ২৪ লিখেছে, “শৈত্য প্রবাহ বইছে, ৫১ মৃত্যুর খবর”

বাংলাদেশ বার্তা ডটকম বলছে, “কেশবপুরে শীতের তীব্রতায় শিশুকন্যাসহ ৬ জনের মৃত্যু “

বাংলানিউজ২৪ ডটকম জানাচ্ছে, “শীত তীব্র, ৭ শিশুর মৃত্যু রংপুরে “

আবার বিডিনিউজ২৪ ডটকম জানাচ্ছে, “'কুড়িগ্রামে শীতে ৪৮ ঘণ্টায় ৭ জনের মৃত্যু'”

এরকম আরো ভুরিভুরি উদাহরণ রয়েছে, প্রতিনয়ত ঘটছে। তবে এবারের শীতের তীব্রতা বুঝতে পেপার পড়া লাগে না। যে শীত পড়েছে সেটি নিজেকে দিয়েই হাড়ে হাড়ে (আক্ষরিক অর্থে) বুঝেছি। দুইটা/তিনটা গরম কাপড় একসাথে পরার পরও যে কাঁপুনি দিয়ে শীত আসে মনে হয় রিমান্ডে আছি। সারাদিন লেপের মধ্যে থেকেই যদি এই শীতকে রিমান্ড মনে হয়, তাহলে যাদের পর্যাপ্ত গরম কাপড় নেই তাদের কাছে এই শীত তো জয়েন্ট ইন্টেরোগেশন সেলে নিয়ে জিজ্ঞাসাবাদের সমতুল্য। আজ বাংলা ১০ই পৌষ, এরপরে আছে মাঘ। পৌষের শুরুর অবস্থাই যদি এই হয়, তাহলে মাঘকে কি বলা যায়, গুয়ানতানামো বে??!!

অথচ, আমরা একটু সচেষ্ট হলেই কিন্তু কিছু অসহায় মানুষকে এই শীতের জয়েন্ট ইন্টেরোগেশন সেল থেকে বের করে আনা সম্ভব। ডিসেম্বর/জানুয়ারি মাসে আমরা তুলনামূলকভাবে অনেক অনাবশ্যকীয় ব্যয় করি। সাধারণত এই সময়টাতেই আমরা বেশী ট্যুরে যাই, থার্টি ফাস্ট উদযাপন করি, উস্কানিমূলক ঠান্ডা আবহাওয়ার অজুহাতসংক্রান্ত পার্টি তো আছেই।

এ বছর আমরা বিজয়ের ৪০তম বার্ষিকী পালন করছি। মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলো, তারা তো তাদের সর্বস্ব উজাড় করে দিয়েছিলো এই দেশের জন্য। তাদের এই সর্বস্ব ত্যাগের কারণেই আমরা আমরা জন্ম নিয়েছি একটি স্বাধীন দেশে। কিন্তু স্বাধীন দেশে জন্মগ্রহন করলেই কি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায়? আমি বলছি না যে, আমরা দায়িত্বহীন তবে আসলে আমরা দেশ ও দেশের মানুষকে কতটুকু প্রতিদান দিতে পেরেছি? আমি জানি আমাদের সীমাবদ্ধতা অনেক, আমাদের দেশের সিস্টেমেও অনেক সমস্যা। কিন্তু, তাই বলে আমরা জানালা বন্ধ করে বসে থাকবো? আমরা আমাদের মানসিক সীমাবদ্ধতার জানালা কিছুটা খুলে আমাদের কিছু উষ্ণতা ছড়িয়ে দেই শীতে কাঁপতে থাকা আমাদের ভাইয়ের কাছে, বোনের কাছ, মায়ের কাছে, বৃদ্ধ দাদুর কাছে অথবা শীতে নিউমোনিয়া বাঁধিয়ে ফেলা সেই ছোট্ট শিশুটির কাছে।

আসুন না বিজয়ের এই চল্লিশতম বার্ষিকীটা আমরা একটু অন্যরকমভাবে পালন করি। লাখো শহীদদের আত্মত্যাগের যে ভিতের ওপর দাঁড়িয়ে আমরা আজ বিজয়ের চল্লিশ বছর পালন করছি, সেই ত্যাগের স্মরণে আমরাতো সামান্য কিছুটা স্যাক্রিফাইস করতেই পারি। সেই স্যাক্রিফাইসটা হতে পারে আমাদের থার্টি ফাস্টের পার্টি, হতে পারে এবারের শীতকালের জন্য বরাদ্দ কোন ট্যুর, অথবা যেকোন অনাবশ্যকীয় চাহিদা যেটি না করলে আমাদের জীবন থেমে থাকবে না।

আমি এই লেখায় একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র ত্যাগের সলজ্জ ঢোল পেটাতে চাই। সেটি হলো, এই জানুয়ারিতে আমি বন্ধুদের সাথে বান্দরবান ট্যুরে যাওয়ার প্লান করছিলাম। এখন স্ট্যাটাস হলোঃ ট্যুর ক্যানসেল, ট্যুরের জন্য বরাদ্দকৃত টাকায় আমি সস্তা কম্বল এবং শীতবস্ত্র কিনবো। তারপর সেগুলি দিয়ে দিবো শীতার্ত মানুষের জন্যে।

আমার মূল কথা হচ্ছে, আমরা যেন আমাদের সীমিত সাধ্যের মধ্যে, অথবা সামান্য স্যাক্রিফাইস করে এইসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। সেটি ব্যক্তিগতই হোক আর কোন সংগঠনের মাধ্যমেই হোক। আমরা যে কোন ব্যক্তি/সংগঠনের মাধ্যমেই শীতবস্ত্র দেই না কেন, আমাদের মূল কাজ হলো সবাইকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করা যে সবাই তার ব্যক্তিগত অবস্থান থেকে এগিয়ে আসুক। আমাদের সামান্য প্রচেষ্টা যদি গুটিকয়েক মানুষকে এই শীতের মরণকামড় থেকে রক্ষা করে তো ক্ষতি কি?

কিছু অসহায় শীতার্ত মানুষ, নিউমোনিয়ায় আক্রান্ত বাচ্চা, চলৎশক্তিহীন বৃদ্ধ দাদু আমাদের দিকে চেয়ে আছে। কথা দিচ্ছি যে, বিজয়ের এই মাসে আপনাদের সামান্য এই ত্যাগে যে নিঁখাদ আনন্দ পাবেন, আপনার টু-ডু লিস্টে থাকা অনাবশ্যক ট্যুর অথবা পার্টির চেয়ে তা একরত্তি কম নয়, বরং বেশীই।

শেষ করছি পবিত্র কোরআনের (৫:৩২) একটি উক্তি দিয়ে,
“If anyone slays a person, it would be as if he slew the whole people: and if any one saved a life, it would be as if he saved the life of the whole people.”

“যদি কেউ কোন মানুষকে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করলো। আবার যে একজন মানুষের জীবন বাঁচালো সে সে যেন পুরো মানব জাতিকেই রক্ষা করলো।“

এই শীত যদি আততায়ী হয়, তবে প্রতিবছর সেটি দেখেও না দেখার ভান করে, শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থেকে আমরা হচ্ছি সিরিয়াল কিলার! আপনার দিকে বাড়িয়ে দেয়া হাত আপনার হাতের উষ্ণতায় সিক্ত হবে, নাকি সে হাত না ধরে আপনি তাকেও এই শীতের মতো নিথর ও জমাট করে দিতে চান সে সিদ্ধান্ত আপনার উপরই ছেড়ে দিলাম।

ছবি কৃতজ্ঞতা: দৈনিক কালের কন্ঠ

ঢাকা, ১০ই পৌষ, ১৪১৮
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:০৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বাসীকে লজিকের কথা বলার দরকার কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১৭




হনুমান দেবতা এবং বোরাকে কি লজিক আছে? ধর্ম প্রচারক বলেছেন, বিশ্বাসী বিশ্বাস করেছেন ঘটনা এ পর্যন্ত। তাহলে সবাই অবিশ্বাসী হচ্ছে না কেন? কারণ অবিশ্বাসী বিশ্বাস করার মত কিছু... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৭১

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫৪



শাহেদ জামাল আমার বন্ধু।
খুব ভালো বন্ধু। কাছের বন্ধু। আমরা একসাথেই স্কুল আর কলেজে লেখাপড়া করেছি। ঢাকা শহরে শাহেদের মতো সহজ সরল ভালো ছেলে আর একটা খুজে... ...বাকিটুকু পড়ুন

ভাবছিলাম ২ লক্ষ ব্লগ হিট উপলক্ষে ব্লগে একটু ফান করব আড্ডা দিব, কিন্তু এক কুৎসিত অপব্লগার সেটা হতে দিলোনা।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৫



এটি ব্লগে আমার ২৬০ তম পোস্ট। এবং আজকে আমার ব্লগের মোট হিট ২০০০০০ পূর্ণ হয়েছে। আমি আনন্দিত।এই ছোট ছোট বিষয় গুলো সেলিব্রেট করা হয়তো ছেলে মানুষী। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শয়তান বন্দি থাকলে শয়তানি করে কে?

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ১৮ ই মার্চ, ২০২৪ রাত ১০:২০



রমজানে নাকি শয়তানকে বেধে রাখা হয়,তাহলে শয়তানি করে কে?

বহুদিন পর পর ব্লগে আসি এটা এখন অভ্যাসে পরিনত হয়েছে। বেশ কিছু বয়স্ক, মুরুব্বি, সম বয়সি,অল্প বয়সি একটিভ কিছু ব্লগার... ...বাকিটুকু পড়ুন

বয়কট বাঙালি

লিখেছেন অপু তানভীর, ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৪



কদিন পরপরই আমাদের দেশে বয়কটের ঢল নামে । অবশ্য তাতে খুব একটা কাজ হয় না । বাঙালির জোশ বেশি দিন থাকে না । কোন কিছু নিয়েই বাঙালি কখনই একমত... ...বাকিটুকু পড়ুন

×