অথবা খেলা শুরু হওয়ার আগে যখন খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত গায়, আমার নিউরণে বিচিত্র কী যেন ছোটাছুটি করে...
... এখনও যখন কোন স্কুলে এসেম্বেলিতে দলবেধে শিক্ষার্থীদের জাতীয় সংগীত গাইতে দেখি, আমার এক দৌড়ে তাদের মধ্যে ছুটে যেতে ইচ্ছা করে। চিৎকার করে গাইতে ইচ্ছে করে,
"...মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ও মা আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।"
কারণ, আমার কাছে এটি শুধু জাতীয় সঙ্গীত নয়, এটি যেন বাঙালি জাতীয়তাবাদের অব্যর্থ কোন মন্ত্র যেটি পড়লে আমার উপর কোন অশুভ ছায়া পড়বে না, পারবে না আমাকে বিপথে নিতে, চেতনাকে কলুষিত করতে।
আজ আমার চোখে অশ্রু, আমাদের চোখে অশ্রু, কারণ আমাদের মায়ের বদনখালি আজ মলিন। বাঙালি জাতীয়তাবাদের অব্যর্থ এই মন্ত্রের ছায়া পড়েছে জামায়াতের ব্যাংক ইসলামী ব্যাংকের কালো ছোবলঃ এই লিংক দ্রষ্টব্য
আমার বিশ্বরেকর্ডের দরকার নাই। ইসলামী ব্যাংকের টাকা ফিরিয়ে দেয়া হোক।
শত ব্যাখ্যায়, শত যুক্তিতে ইসলামী ব্যাংকের টাকায় জাতীয় সঙ্গীতের বিশ্বরেকর্ডের পক্ষে সাফাই হবে না। শত গ্যালন পারফিউমেও এই চেকের দূর্গন্ধ হাত থেকে দূর হবে না।