কাচুঁমাচুঁ ২
শূন্য হৃদয় আজ না পাওয়াতে পরিপূর্ণ
তোমার স্পর্শ না পেতে না পেতে স্বর্ণ হয়েছে লৌহচূর্ণ
মিছে কেন করছ আর ভালোবাসার আহ্ববান
প্রাণহীন প্রাণটা এখন জীবন্ত শ্বশাণ
মাড়াবোনা মেঠোপথ দেবোনা আর তোমার রাজ্য পাড়ি
কথা দিলাম আত্ববন্দী হবো যাবোনা সীমানাছাড়ি।
আমার আরো বেশি বেশি বাংলাভাষার চর্চা করা দরকার। যা লিখি কিছুই হয়না মনে হয়।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


