আমার ভালবাসা নিলাম হয়েছে।
আমি এখন ভালবাসার শূংখলে বাধাঁ
এক টিয়া অথবা ময়নার মত সুবোধ কিশোরী অথবা নারী।
আমি শিখেছি নতুন অনেক শব্দ ।
যে আমায় নতুন শব্দ শেখায়
বলে আমি নাকি তার-ই।
আকাশ বূষ্টির শব্দ
আমি শিখে নিচ্ছি এক নতুন সুর
কার চোখে যেন দেখেছিলাম রামধনুর রং
মনে আর পড়েনা এখন !
আমার মনেতে ভারী কালো মেঘ।
ভালবাসা যে আমার নিলাম হয়েছে
যে সুর দেয় আমার প্রানে
আমি নাকি তার-ই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




