কখনো তোমার ঠোট স্পর্শ করিনি, বুকে জড়িয়ে ধরিনি কখনো,
হাতে হাত রাখার সৌভাগ্যও হয়নি আমার
অথবা ভালবাসার মিষ্টি গল্প শোনার।
তবুও তীব্র আবেগে ভালবেসেছি, কাছে আসার ব্যার্থ চেষ্টা করেছি।
ব্যার্থতার গ্লানিতে উল্লসিত হয়েছি, মাতাল হয়েছি.....।
প্রয়োজন নেই ঠোটের স্পর্শ, বুকে জড়িয়ে ধরার,
প্রয়োজন নেই হাতে হাত রেখে প্রেমালাপ করার,
ফিরে পেতে চাইনা পুরনো সেই ব্যার্থ দিনগুলো,
শুধু জন্ম দিতে চাই তোমাকে ঘিরে নতুন ব্যার্থতার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




