আমার ইচ্ছাই যদি হতো ঘটন-অঘটন
তবে আজ তোমাদের আমি অভিশাপ দিতাম
হয়ে যেতে কোন সাধারণ প্রজাতির শকুন।
চৈত্রের দুপুরের খাঁ খাঁ রোদ্দুরে সূর্যটাকেই
তোমাদের আড়াল বানানোর প্রচেষ্টা আমায়
হয়ত খুব একটা তৃপ্তি দিতে পারত না,
কিন্তু পচা-গলা মাংস হতো তোমাদের আহার।
আমৃত্যু তোমাদের আরাধনা হতো শুধুই লাশ,
নতুন সূৃযোদয়ের সাথে সাথে নতুন লাশ,
ক্লান্তিহীন তপ্ত আকাশে চক্কর কাটতে থাকতে।
আর আমি স্বান্তনা পেতাম- মানুষকে মানুষ
আর শকুনকে শকুন বলতে পেরে।
(২৬ এপ্রিল ২০১৩,
রাত ২টা ৪৮ মিনিট)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




