বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১৯ সদস্যের স্থায়ী কমিটি, ১ জন সিনিয়র যুগ্ম মহাসচিব ও ৭ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার রাতে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল কর্তৃক অর্পিত ক্ষমতাবলে দলের চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া তাদের মনোনীত করেন। চেয়ারপার্সনের প্রেসসচিব মারুফ কামাল খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের জাতীয় নির্বাহী কমিটির নতুন মহাসচিব নির্বাচনের আগ পর্যন্ত বর্তমান মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনই মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। দলের জাতীয় সম্মেলনের ৪ দিন পর বেগম খালেদা জিয়া বিএনপির গুরুত্বপূর্ণ এ সকল পদে নেতা মনোনীত করেন। আগামী ৩ বছরের জন্য এ সকল পদে তাদের মনোনীত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চম জাতীয় কাউন্সিল ২০০৯ কর্তৃক অর্পিত ক্ষমতা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে নিম্নোক্ত নেতৃবৃন্দকে মনোনীত করেছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী তারা সকলেই আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। স্থায়ী কমিটির সদস্যরা হলেন- বেগম খালেদা জিয়া, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি, এম শামসুল ইসলাম, লে. জেনারেল মাহবুবুর রহমান (অবসরপ্রাপ্ত), তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ (অবসরপ্রাপ্ত), এম কে আনোয়ার এমপি, সারোয়ারী রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমপি, মীর্জা আববাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি, তারেক রহমান (সিনিয়র ভাইস চেয়ারম্যান, পদাধিকার বলে)।
পঞ্চম জাতীয় কাউন্সিল ২০০৯ কর্তৃক অর্পিত ক্ষমতা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুগ্ম মহাসচিব হিসাবে নিম্নোক্ত নেতৃবৃন্দকে মনোনীত করেছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী তারা সকলেই আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সালাহউদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন এমপি, রুহুল কবির রিজভী আহমেদ (দফতর সম্পাদকের দায়িত্বে নিয়োজিত)। এতে আরও বলা হয়, পঞ্চম জাতীয় কাউন্সিল ২০০৯ কর্তৃক অর্পিত ক্ষমতা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের জাতীয় নির্বাহী কমিটির নতুন মহাসচিব নির্বাচনের আগ পর্যন্ত বর্তমান মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে একই পদে দায়িত্ব পালন করে যাওয়ার অনুমোদন দিয়েছেন।
ঘোষিত বিএনপির স্থায়ী কমিটিতে আগের কমিটির ২ জনের নাম নেই। তারা হলেন- আবদুল মতিন চৌধুরী ও এডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। গুরুতর অসুস্থ থাকায় এই দুই জনকে স্থায়ী কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়, আগের কমিটির সহসভাপতি থেকে স্থায়ী কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন তরিকুল ইসলাম, এম কে আনোয়ার এমপি, সারোয়ারী রহমান। চেয়ারপার্সনের উপদেষ্টা থেকে হলেন আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব থেকে স্থায়ী কমিটিতে জায়গা করে নিয়েছেন মির্জা আববাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান। এছাড়া বাকিরা দলের সিনিয়র নেতা হিসাবে স্থায়ী কমিটিতে স্থান করে নিয়েছেন।
সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি। সাংগঠনিক সম্পাদক থেকে যুগ্ম মহাসচিব হলেন আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু ও মোহাম্মদ শাহজাহান। এ ছাড়া বরকত উল্লাহ বুলু যুবদলের সভাপতি, রুহুল কবির রিজভী একই সাথে দফতর সম্পাদক হিসেবে রয়েছেন। এছাড়া যুগ্ম মহাসচিব হলেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি ও চেয়ারপার্সনের একান্ত বিশ্বস্ত, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
আলোচিত ব্লগ
রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে কোন প্রজন্ম সবচেয়ে দুর্নীতিগ্রস্ত? ১৯৭১ থেকে একটি সংক্ষিপ্ত ভাবনা
বাংলাদেশে দুর্নীতির প্রশ্নটি প্রায়ই ব্যক্তি বা দলের দিকে ছুড়ে দেওয়া হয়। কিন্তু একটু গভীরে গেলে দেখা যায়, এটি অনেক বেশি প্রজন্মভিত্তিক রাজনৈতিক - অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে যুক্ত। ১৯৭১ এর পর... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।