কোরিয়ান মুভিগুলা দেখতে যদিও একটু কষ্ট হয় কিন্তু কিছু কিছু মুভি আছে যেগুলো আসলেই মনের গহীনে দাগ কেটে যায়। আমার দেখা কয়েকটি কোরিয়ান মুভির মধ্যে যেই দুইটার নাম এই মুহূর্তে ভীষণ মনে পড়ছে সেই দুইটা হচ্ছে
১। Bandhobi (বান্ধবী)
২। A Millionaire's First Love (2006)
এর মধ্যে প্রথম ছবিটা নিয়ে বেশ খানিকক্ষণ আগে নাফিয একটা অনেক সুন্দর পোস্ট করে ফেলেছেন যেটাতে অভিনয় করেছেন আমাদের দেশেরই চিটাগঙ্গের ছেলে মাহবুব আলম।
আর দ্বিতীয় ছবিটা হচ্ছে এক মিলিওনেয়ার এর মনুষত্যে ফিরে আসার গল্প তার প্রথম সত্যিকারের ভালবাসাকে হারিয়ে।
আগ্রহী মুভি পাগলারা ইচ্ছে করলে ডাউনলোড করতে পারেন টরেন্ট থেকে। আমি খুবই দুক্ষিত কারন আমি যে সকল সাইট থেকে মুভি ডাউনলোড করতাম তাদের বেশ কয়েকটারই এখন সার্ভার ডাউন।
A Millionaire's First Love (2006)
এইবার আসা যাক আসল কথায় আমি এখনও খুব বেশী কোরিয়ান মুভি দেখি নাই। তাই আপনাদের কারো সংগ্রহে যদি ভাল কোনও কোরিয়ান মুভির কালেকশন থাকে তাহলে প্লীজ একটু আওয়াজ দিয়েন। সাইজ কোনও ব্যাপার না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



