১। কাক যদি কালো না হত (গায়ে যদি কিছু রংগিন পালক থাকত) আর ময়লা আবর্জনা থেকে খাবার খুজে না বেড়াতো, তাহলে কাকের কা কা আ্ওয়াজ কেও অনেক লেখক/কবিরা সুমধুর আখ্যা দিয়ে গল্পে কবিতায় তুলে ধরতেন। সাধারন মানুষ ও কা কা শব্দ টাকে কর্কশ বলে বেড়াতেন না
২। ইউটিউবে বাংলাদেশের ভিডিও গুলির মধ্যে সবচেয়ে চরম বিনোদন হল যখন নোয়াখালীর ইউটিউবার শুদ্ধ বাংলায় তার ভিডিও কে বর্ননা করার চেস্টা করেন
৩। নোয়াখালীর ১০-১২ বছর এর একজন বালক, বাইরের দেশের স্নাতক পাশ করা ছাত্রদের থেকেও বেশী চতুর বুদ্ধির হয়ে থাকে।
৪। বিদেশী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্র/ছাত্রীরা পড়তে আসলে, বেশীর ভাগই প্রথমই তারা খুজতে বের হয় কোথায় মসজিদ আর কোথাও হালাল খাবার পাওয়া যায়, আর চীনা/ইন্ডিয়ান ছাত্র/ছাত্রীরা খুজে কোথায় লা্ইব্রেরী আছে...ফলাফল: চাইনীজ/ইন্ডিয়ান রা বিদেশীর টেক সেক্টর থেকে আরম্ভ করে পলিটিক্যাল সিস্টেম (হোয়াইট হাউস থেকে মাক্রোসফট পর্যন্ত্য) প্রায় দখল করে আছে....
৫। ৪ নম্বর এর মতই, মুসলিম জনগন কোন নতুন এলাকায় আসলেই নতুন মসজিদ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, আর অন্য রা লাইব্রেরী গড়তে সিটি অফিস এর সাথে লড়াই করে... তাই টাইমস স্কোয়ার এ তারাবির নামাজ পড়া টাকেই উনারা বিজয় হিসাবে দেখেন যেখানে অন্যারা টাইমস স্কোয়ারে ডিসপ্লেতে কোন কোম্পানীর সিইও হিসাবে ওয়াল স্ট্রীট এর স্টক মার্কেট এর অপেনিং বেল বাজাচ্ছে সেই ভিডিও কে প্রদর্শন করাকে বিজয় হিসাবে দেখেন।
৬। বাংলাদেশী প্রবাসীরা আমেরিকাতে আসলে, মাইনরিটি রাইটস নিয়ে অনেক সোচ্চার থাকেন...সামান্য পান থেকে চুন খসলেই সিটিকে সু (Sue) করে থাকেন তারা মাইনোরিটি হিসাবে তার অধিকার কি কোন ভাবে লংগিত হচ্ছে কিনা। কিন্তু বাংলাদেশের মাইনোরিটির নাম শুনলেই (বিশেষ করে হিন্দু), তেলে বেগুনে জ্বলে উঠেন পারলে ১৯৭১ এর মত ঘর/বাড়ী জ্বালিয়ে মনের ক্ষেদ কমাতে চান...তখন মাইনোরিটির অধিকার বলে কিছু থাকতে পারে বলে মনে করেন না
৭। ব্লগের সর্বজন প্রিয় ব্লগার চোখ লজ্জার ভয়ে বিদ্যানন্দের বিরূদ্ধে কিছু বলেন না কিন্তু মনে পুষে থাকা চিন্তা টা বের হয়ে আসে যখন বলেন যে "দেখি কি হয়
৮। এই ব্লগের সবচেয়ে আন্ডাররেটেড ব্লগার এর নাম হল আবদুর রব শরীফ। উনি মাঝে মাঝে প্রচন্ড ভাল ভাল লিখা পোস্ট করেন কিন্তু কোন এক অজানা কারনে তেমন একটা পাঠকপ্রিয়তা পান না। আর এই ব্লগের সবচেয়ে ওভাররেটেড ব্লগার হলেন একজন মহিলা ব্লগার...। নাম বলে বিপদে পড়তে চাই না
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২১