প্রত্যেক প্যারেন্ট এর কাছেই এমন একটা ছবি আরাধ্য। সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্হ্য সংস্হা এর সাউথ-ইস্ট এশিয়ার প্রধান হিসাবে, উনার জোন এর সকল দেশ এ সফর আরম্ভ করেছেন....সর্বপ্রথমে উনি বাংলাদেশ সফরে আসেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ফর্মাল মিটিং করেন। উনার ভাষায়
"I've started my visits to @WHOSEARO Member States, kicking-off with a trip to #Bangladesh. We've got a busy few days of meetings planned, and I'm glad I got to start by meeting a leader I know well!
চমৎকার কথা...কিন্তু দু:খ পেলাম যে দেশের কোন পত্রিকাতে অনলাইনে/প্রিন্ট এ্ই ছবি বা খবরটা দেখলাম না... সবই পরীমনি আর বুবলীর খবর এ বুদ.........।
শেখ হাসিনা আর যাই করুক, ছেলে-মেয়ে দুজনকেই ভাল পড়ালেখা শিখিয়েছেন..মানুষের মত মানুষ করেছেন....।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৪৮