
ওয়াশিংটন ডিসির চারদিকে বৃত্তাকার রাস্তার নাম ৪৯৫ ...সেই রাস্তায় এত বছরেও কোনদিন দেখি নাই এমন প্রমিনেন্ট ট্রাক যেখানে বাংলাদেশের প্রান এর প্যাকেট বিরিয়ানীর বিজ্ঞাপন বহন করা তাদের নিজস্ব পরিবহন...দেখে ভালই লাগল...সকালের রাস আওয়ারে জ্যামে আটকানো অবস্হায় ছবি তুললাম......... তখন আবার মনে পড়ল গাড়ী চালাতে চালাতে সেল ফোন হাতে নিয়ে কি বেকায়দায় পড়েছিলাম তবে ভদ্র সভ্য দেশে কোন ঝামেলা ছাড়াই 'বেচে' গিয়েছি....
সেইম রাস্তায় পাশের সিটে রাখা সেল ফোন এ সামুর ট্যাব ওপেন করা ... দেখি যে রাজীব নুর এর পোস্ট.....পড়ার জন্য হাতে তুলে নিলাম কিন্তু জ্যামে যে সামনের গাড়ী স্লো হয়ে গেছে খেয়াল না করাতে...সরাসরি পিছন থেকে ধাক্কা দিলাম সামনের গাড়ীকে.....১০০% আমার দোষ.....এইদেশে সবই সিস্টেমেটিক....গাড়ীর ড্যাশবোর্ড থেকে ইনসুরেন্স এর কার্ড হাতে নিয়ে গাড়ী থেকে নেমে যাকে ধাক্কা দিয়েছি, তার হাতে তুলে দিলাম...উনি একটা ছবি তুলে নিলেন আর তার গাড়ীর ড্যামেজ আর আমার গাড়ীর ড্যামেজ এর ছবি তুলে, উনার ইন্সুরেন্স কার্ড আমাকে দিলেন আমিও ছবি তুলে নিলাম, কার্ড এবং দুই গাড়ীর। পুরা ৪-৫ মিনিট কোন কথা নাই শুধু আমি একবার সরি বললাম উনি উনার গাড়ী নিয়ে চলে গেলেন, আমি আমার গাড়ী নিয়ে কাজে চলে গেলাম। পরদিন ইনসুরেন্স কোম্পানী ফোন দিল..অকপটে বললাম আমার দোষ ...ইনসুরেন্স কোম্পানী আমার গাড়ীকে তাদের লিস্টের গ্যারেজে নিতে বলল (রিপেয়ার করার জন্য) আর যাকে ধাক্কা দিলাম, তার গাড়ী মেরামত করার সম্পূর্ন খরচ দিয়ে দিল.. আমি গাড়ী মেরামত করতে দিলাম যেখানে ৪-৫ দিন সময় লাগবে বাম্পার অর্ডার করে পার্টস আনতে..সেই কয়দিন এর জন্য নিউ একটা জিপ গাড়ী ধার হিসাবে দিল যাতে আমার কোন অসুবিধা না হয়.......।৫ দিন পর মেরামত শেষ, তাদের গাড়ী ফেরত দিয়ে নিজের গাড়ী নিয়ে আসলাম, সমস্ত খরচ ইন্সুরেন্স কোম্পানী পে করে দিল। .......নো ঝগড়া, মারামারি, ক্যাচাল..সিস্টেম মত সব ঠিক হয়ে গেল....অনলি ড্রব্যাক হল যে সামনের মাস থেকে হয়ত আমার ইনসুরেন্স এর প্রিমিয়াম মাসে ২০-৩০% বেড়ে যাবে কেননা তাদের মতে আমি নিরাপদ ড্রাইভার না....তবে আগামী ৩-৪ বছর এর মাঝে যদি কোন এক্সিডেন্ট না করি (আমার দোষে) , তাহলে আবার রেইট কমে আসবে....... ভদ্র লোকের দেশে রাস্তায় এক্সিডেন্ট এর পর কোন মারামারি/ধস্তাধস্তি করতে হয় নাই.......। সব সামুর দোষ
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


