অফিস থেকে হেটে বাসায় ফিরছিলাম,পথে দেখলাম ক্রিয়া উন্নয়ন তহবিল না কিসের যেন টিকেট বিক্রী হচ্ছে ১০ টাকায় ২৫ লক্ষ।
টিকেট না কিনেই ২৫ লক্ষ টাকা দিয়ে কি করব ভাবতে ভাবতে বাস ভাড়া বাচাঁতে হাটছিলাম। কচুক্ষেত বাজারের সামনে আমার এক সহপাঠির সাথে দেখা। ওর নাম জাহাঙ্গীর। পরাশুনায় খুবই খারপ ছিল।
মাথায়ও সামান্য সমস্যা ছিল(জিনের আসর)!!
আরে জাহাঙ্গীর না কি খবর কি করিস এখন?
- তোদের দোয়ায় ভালই আছি এক আর্মি অফিসারে গাড়ি চালাই,
বাসায় আসিস মরিপুর ২ এ। আজ ভাগ্য অনেক ভাল আমাদের স্কুলের sports এর স্যার ছিল না কি যেন নাম!!!
আমি বললাম কে রফিক স্যার?
-হ্যা হ্যা!!
কোথায় কখন দেখেছিস?
- এই তো একটু আগে স্যারের সাথে তার ছেলেও ছিল।
আচ্ছা তোরে পরে ফোন দিবো আমি দেখি স্যার কে পাই কিণা?
তার পর কচুক্ষেত বাজারের ভিতর অনেকক্ষন খুজলাম কিন্তু পেলাম না। যদিও স্যারের সাথে দেখা হলে পড়শুনা বা আর যা জিঙ্গাসা করতেন তার ভাল কোন উত্তর আমার ছিল না তারপরও ...
রফিক স্যার! আমাদের স্কুলের ক্রীড়া শিক্ষক ছিলেন। তিনি এমনি স্যার ছিলেন যে ওই সময়ের ছোট থেকে বড় সব ক্লাসের ছাত্ররা স্যারকে খুব পছন্দ করত, ভালবাসত।
স্যার, আল্লাহ আপনার মঙ্গল করুন।
আমার সবাই আপনাকে খুব ভালবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




