জবাবে উনি বললেন, "১৮৫০ সালের অভিধানটি ফেলে দিন এবং বর্তমানে প্রায়োগিকভাবে শব্দটির ব্যবহার ও অর্থ (ফলাফল) জেনে নিন।"
রাগীব হাসানরা আমাদের কি শেখাচ্ছেন? ডক্টর আহমদ শরীফ সম্পাদিত বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান এর দ্বিতীয় সংস্করণ (পুনর্মুদ্রণ জুলাই ১৯৯৮) এর পৃষ্ঠা ৩৭৪ এর শেষে "ফলশ্রুতি" দেয়া আছে। সেখানে আমার ব্যাখ্যার উদাহরণ পর্যন্ত দেয়া আছে এবং অশুদ্ধ প্রয়োগ কোনটা, সেটাও উল্লেখ করা আছে।
"বাংলা ভাষা শিক্ষার উপরেও কোর্স করানো দরকার বুয়েটে" - এইরকম কথা বলার পর ভুল ধরিয়ে দিলে, ডক্টর আহমদ শরীফ সম্পাদিত অভিধান ফেলে দিতে বলেন! উনার ব্লগ পড়েই যদি বাংলা শিখতে হয়, তাহলে আবার কোর্স করার কথা বলেন কেন?
বুয়েটের এক প্রাক্তন ছাত্র উনার বাংলায় ভুল ধরেছে, উনার বোঝা উচিত।
মূল লেখার লিংক
রাগীব হাসানের পোস্টের লিংক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




