আজ শনিবার। অনেকদিন বাদে ব্লগে আাসার সময় পেলাম। ব্যস্ততা, তাই ব্লগে আসা হয় না।
কয়েকদিন আগে কিছু ছবি তুলেছিলাম। একেবারেই সাধারন কিছু ছবি।

১) কালো মেঘ - শেষ বিকেলে স্টীট লাইট জলেছে,তবু রাশভারী কালো মেঘের ভেলাতে অন্ধকার কমেনি ।

২) বাকল - একটি গাছের বাকলের ছবি। এখানে নাম না জানা কত মাইক্রো জীবের বসবাস।

৩) বক - শীত আসবে কদিন পরেই। এসময় বৃস্টি হয় অনেক। বকেরা মাছ খোজে, আমরা বকদের দেখি।

৪) এপথ গেছে বেকে। আসলে সব পথই বাকা হয়। হতেই হবে। তা না হলে , জীবনটি বড় পানসে হত।

৫) শীতের পাখিরা আসতে শুরু করেছে। কিছুদিন পরে এই লেক ওদের মেলাতে ভরে যাবে।

৬) এটি একটি বিশেষ ছবি। এখানেই পৃথিবী শেষ হয়েছে। দুরে হলুদ ওয়াল হল পৃথিবীর শেষ । ওর ওপাশে কি আছে তা জানি না। কেউ জানে না।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




