..............................................
..............................................
..............................................
..............................................
..............................................
ঘরে তালা লাগিয়ে বা গাড়ীর দরজা আটকিয়ে
আপনার মনে হল, চাবিটা ঘরের ভিতর রয়ে গেছে
বা ফিরে এসে দেখলেন চাবি গাড়ীর ভিতরে।
কেমন লাগে তখন?
এরকম অবস্হায় যারা পড়েছেন তারাই বুঝেছেন।
আমিও এরকম পরিস্হিতিতে পড়েছিলাম।
ভাগ্যিস সেদিন একটা চাবি অফিসে থাকায় রক্ষা পেয়েছিলাম।
আরেকদিন গাড়ি নিয়ে মার্কেটে গিয়েছিলাম।
মার্কেট থেকে বের হয়ে গাড়ীর দরজা খুলতে এসে
দেখি পকেটে চাবি নাই।
গাড়ীর গ্লাস দিয়ে ভিতরে তাকিয়ে দেখি
চাবি সিটের উপর।
এখন উপায়?
তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে বাসায় এসে
ডুপ্লিকেট চাবিটা নিয়ে রক্ষা পেলাম।
তাই তালা লাগানোর পূর্বে সবসময়
আগে চাবির কথাটা খেয়াল রাখতে হবে
অন্যথায় ভোগান্তিতে পড়তে হবে এবং
তালা চাবিওয়ালা ছাড়া উপায় থাকবে না।
..............................................
..............................................
..............................................
..............................................
..............................................
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




