ভেজাল
চালে ভেজাল ডালে ভেজাল আর ও ভেজাল তেলে,
ফরমালিনের ভেজাল এখন সব জায়গাতে মিলে।
কথায় ভেজাল কাজে ভেজাল আরও ভেজাল দেলে,
শেয়ার বাজারে হচ্ছে ভেজাল এখন মতিঝিলে।
হন্যে হয়ে ভেজাল বিরোধী চলছে অভিযান,
বাড়া ছাড়া কমেনাকো ভেজালেরই মান।
সব ভেজালের মাঝে যখন নির্ভেজাল নাম জপি,
চোখের সামনে ভাসে শুধু কথার পাখি পপি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





