কয়েক বছর যাবৎ বাংলাদেশে শুরু হয়েছে অনলাইন ফ্রিল্যান্সিং বিপ্লব, কাজ জানা কর্মঠ ছেলেরা এই ক্ষেত্রকে করে তুলেছে সম্ভাবনাময়। আর এর পিছনে লেগে পড়েছে ডুল্যান্সার এবং স্কাইল্যান্সার এর মতো কিছু সার্থন্যেশি মহল যারা হাতিয়ে নিতে চায় সাধারনের সর্বোস্য – এবারো টার্গেট বেকার যুব সম্প্রদায়। সবাই কাজ না শিখে টাকা আয় করতে চায়, কোম্পানীগুলোও সেই স্বপ্ন দেখায়। কিন্তু ব্যাপারটা যদি এত সহজ হত তবে কেউ বেকার থাকত না। অনলাইনে প্রচুর ফ্রিল্যানসি কাজ আছে, কিন্তু সেটা অনেক পরিশ্রম করে, প্রতিযোগীতা করে পেতে হয়। অনলাইনে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ। ফ্রিল্যান্সিং করে অনেকেই এখন সাবলম্বি। তবে সবচেয়ে বড় কথা হলো- আপনাকে শিখতে হবে। সাফল্যের ধারাবাহিকতায় লাল-সবুজ আইটি বর্তমানে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। আমাদের এই অনলাইন প্রশিক্ষণের মূল বৈশিষ্ট্য হচ্ছে দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে ফেসবুক গ্রুপে শেখানো হবার কারণে যে কেউ ঘরে বসে এই ক্লাশ করতে পারবেন। টেক্সট ও ভিডিও পোষ্ট এর মাধ্যমে টিউটোরিয়াল পরিচালনা করা হয়। প্রতিটি ক্লাশ শেষে সেদিনের লেকচার পিডিএফ আকারে সবাইকে দিয়ে দেত্তয়া হয়। আমাদের এ সাইটটির উদ্দেশ্য হচ্ছে সবাইকে অনলাইন আয় সম্পর্কে প্রকৃত তথ্যটি দেয়া এবং তাদের বিস্তারিত টিউটোরিয়াল প্রদান করে সফল ফ্রিল্যান্সার হিসাবে প্রতিষ্ঠিত করা। আমরা চাই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এক স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠুক, বেকারত্ব সমস্যা থেকে মুক্তি পাক এবং জাতীয় অর্থনীতিতে প্রত্যেকে অবদান রাখুক। তাই নতুনদের জন্য-যাদের কাজ শেখার আগ্রহ আছে, আছে সত্যিকারের কাজ শিখে টাকা আয় করার মানসিকতা, তাদের জন্য লাল-সবুজ আইটি চালু করেছে অনলাইন আর্নিং-ওডেস্ক এর উপর বিশেষ প্রশিক্ষণ কোর্স। তাছাড়াও এখানে মাইক্রোসফট অফিস, ইন্টারনেট, এইচটিএমএল ও ওয়েব ডিজাইন এর উপর পৃথক পৃথক কোর্সও চালু আছে। LALSOBUJ IT পরিবারের সদস্য হিসাবে আমরা আপনাকে পেতে চাই। আশা করছি আপনি আমাদের আহ্বানে সাড়া দিবেন এবং কর্মমুখী কিছু শিখবেন যা ভবিষ্যতে আপনার কাজে আসবে।
http://lalsobujit.tk/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





