নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের এক স্কুল ছাত্রীসহ ২ যুবতী ও এক গৃহবধূকে মোবাইল ফোনে ইভটিজিং করার অভিযোগে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বখাটেরা জিডি এন্ট্রির খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে দুই যুবতীকে অপহরণ কিংবা এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দিয়েছে। ফলে ওই পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন।
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মোঃ তছর উদ্দিন নবীগঞ্জ থানায় এক অভিযোগে বলেন, গত ৪/৫ মাস যাবত ইনাতগঞ্জ ইউনিয়নের বোরহানপুর গ্রামের মৃত ক্বারী তাহিদ মিয়ার বখাটে পুত্র সাহিদ মিয়া ওরফে জাহিদ (২৩) ও তার সঙ্গীরা ০১৭২১৩৯৫৯২২, ০১৭৩৫৬৫৫৮৭৩ ও ০১৭২৩৯৩৭১৫৩ নাম্বার মোবাইল ফোন থেকে তার দুই মেয়েকে উত্যক্ত করে আসছে। তাকে বার বার নিষেধ করা হলেও সে এবং তার সঙ্গীরা আরো বেপরোয়া হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজসহ বিভিন্ন হুমকি দিতে থাকে। এ ব্যাপারে অভিযোগকারী তছর উদ্দিন বখাটে সাহিদের গ্রামের মুরুব্বী ও অভিভাবকদের জানালে সাহিদ আরো বেপরোয়া হয়ে তার বড় মেয়ে এবং মেয়ের জামাই ও শালার স্ত্রীর মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদেরকে নানারকম অশ্লীল কথাবার্তা বলে উত্যক্ত করছে। এতে তাদের জীবন বিষিয়ে উঠছে। বখাটে সাহেদের কথাবার্তা মোবাইলে রেকর্ড করে রাখা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়। গতকাল নবীগঞ্জ থানায় ইভটিজিংয়ের অভিযোগে এক সাধারণ ডায়েরী করলে বখাটে সাহিদ আরো বেপরোয়া হয়ে মোবাইলে হুমকী দিয়ে বলে ১৫ দিনের ভিতরে তছর উদ্দিনের দুই মেয়েকে তুলে নিয়ে যাবে অথবা এসিড নিক্ষেপ করে তাদের শরীর ঝলসে দিবে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই লিয়াকত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ইভটিজিংয়ের অভিযোগে সাধারণ ডায়েরীর কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




