সরকারদলীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান বলেছেন, কাদের সিদ্দিকী ১৯৭১ সালে ব্যাংক লুট করেছেন। গতকাল সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়ে আশিকুর রহমান এ অভিযোগ করেন। কাদের সিদ্দিকীকে ‘বঙ্গবীর’ উপাধী দেওয়া নিয়ে প্রশ্ন তুলে আশিকুর রহমান বলেন, কাদের সিদ্দিকী বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের নীলনকশা বাস্তবায়নের কাজ করছেন। মুক্তিযুদ্ধের সময়ও তিনি বেইমানি করেছেন। নিম্নমানের রাজাকারদের মেরে সুনাম কামিয়েছেন। টাঙ্গাইল মুক্ত হয় ১১ ডিসেম্বর। মুক্ত টাঙ্গাইলে কাদের সিদ্দিকী আসেন ১২ ডিসেম্বর। এসেই তিনি ন্যাশনাল ব্যাংকসহ অসংখ্য দোকানপাট লুট করেন। আশিকুর রহমান বলেন, ‘কাদের সিদ্দিকী আজ আমাকে রাজাকার বলছেন, যুদ্ধাপরাধী বলছেন। আমি যুদ্ধাপরাধী নই। আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের কোনো প্রমাণ নেই। তাঁর বক্তব্য অনুযায়ী আমি যুদ্ধাপরাধী হলে একাত্তর সালের শত শত সরকারি কর্মকর্তাও যুদ্ধাপরাধী।’
অথচ কাদের সিদ্দিকি অনেক দলিল প্রমান দিয়ে পূর্বেই বলেছেন আশিকুর রহমান কত বড় রাজাকার ছিলেন। আসলে বর্তমান আওয়ামিলীগের অবস্থা দেখেই বুঝা যায়। বঙ্গবন্দুর জামানায় যার ছিল আওয়ামী অন্তপ্রান বর্তমানে তাদের অবস্থা ছাগলে ৩ নাম্বার বাচ্চার মতোই। তোফায়েল, মরহুম আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, কাদের সিদ্দিকি ই তার উজ্জল দৃষ্টান্ত।
সত্যি আজব আমাদের এই দেশ, এ দেশের রাজনিতি আর আজব আমাদের মিডিয়া। কাকে যে কখন হিরু বানায় আর কাকে বানায় জিরু তাহা খোদা ছাড়া আর কেউ বলতে পারে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


