এভারেস্ট জয়ী সজল খালেদের মৃতদেহ নিয়ে আসবে সরকার, সে নিয়েও সমালোচনা। এতো টাকা খরচ করে কেন সরকার এই কাজ করবে? সরকার নিশ্চয় ভোটারদের সহানুভুতি পাবার জন্য এই কাজ করছেন, এইরকম হ্যান ত্যান প্যান বহুত সমালোচনা। আবার যদি মৃতদেহ আনার সিদ্ধান্ত না নিত তাহলে তো এতোক্ষনে ফাটায় ফেলতো সব। সজল খালেদ আমাদের গর্ব, কেন তাঁর মৃতদেহ আনা হবে না? কতটাকা খরচ করে সরকার, আর সজলের মৃতদেহ আনার টাকা নেই....এ জাতীয় ত্যানা প্যাচানো সমালোচনায় ভরে যেতো এতোদিনে।
সরকারে আওয়ামীলীগ-বিএনপি-বামপন্থী যেই থাকুক না কেন, তাকে তো দু'টি পথের একটি বেছে নেয়ার বিকল্প ছিল না। তাহলে কি বুঝে সমালোচনা করেন আপনারা? না'কি সমালোচনার জন্যই শুধু সমালোচনা করেন? যারা সমালোচনা করছেন, তাদেরকে যদি বলা হয়....আপনি ক্ষমতায় থাকলে কি করতেন? নিশ্চয় দু'টির একটি পথ আপনিও বেছে নিতেন। তাহলে কেন হুদায় সমালোচনা করেন?
যাই হোক, সমালোচনা করছেন করুন। তবে এভারেস্ট জয়ী সজল খালেদের মৃতদেহ নিয়ে আসার সরকারী সিদ্ধান্তকে আমি অভিনন্দন জানাই। সেটা মানবিক কারনেই হোক, আর সজল আমাদের গর্ব সে কারনেই হোক। জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


