প্রিয়বন্ধুরা
অনুসন্ধানী সংবাদ investigative news of bangladesh ( inb) র সিস্টার কনসার্ন।
আমাদের আশেপাশে ঘটে যাওয়া নানা অসংগতি , ঘটনা , দুর্ঘটনা, বঞ্চনা, প্রতারণা ইত্যাদি বিষয় যে যেখান থেকে দেখবেন , খবর পাবেন বা কারো কাছে শুনবেন তা সত্য হলে সঙ্গে সঙ্গে আমাদের জানান। investigative news of bangladesh ( inb) তা আরো গভীরে অনুসন্ধান করবে।
investigative news of bangladesh ( inb) র ওয়েব সাইট http://www.inbnewsbd.com
প্রয়োজনীয় অনুমতি সম্পন্ন এ বার্তা সংস্থার সদস্য হতে আপনাদের সবার কাছে রইল আমন্ত্রণ। কারণ এই বার্তা সংস্থা INB র মূল শক্তি হবে দেশের সব সচেতন মানুষ , এতে রিপোর্ট ও করবেন তারা।
খুব অল্প সময়ের মধ্যে আমরা এ বার্তা সংস্থার আনুষ্ঠানিক ঘোষনা করবো এবং যারা আমাদের সঙ্গে যোগ দেবেন কাজ করবেন সংবাদ দেবেন তাদের প্রত্যেককে পেশাদারিত্বের দৃস্টিতে বিবেচনা করা হবে।
যারা আমাদের সঙ্গে কাজ করতে চান এই ব্লগে যোগ দিন এবং আপনার বায়োডাটা আমাদের পাঠান [email protected] এই ঠিকানায়।
আরো বিস্তারিত জানতে ফোনেও যোগাযোগ করতে পারেন এই নম্বরে :
০১১ ৯৯ ০৮৮ ৬৮১
ধন্যবাদ
কনক সরওয়ার
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




