সময় কত তাড়াতাড়ি গড়িয়ে যায়। কতগুলো দিন পার হয়ে গেলো চোখের নিমিষেই। কত কিছু হারালাম!
আমার এ ভাল বাসার ঘর থেকেই কত স্বপ্ন বুনেছি ভবিষ্যতের। অনেক আশা, হতাশার প্রলাপ বকেছি এ ঘর থেকেই, যত কিছুই করি সারা দিনে, তবুও ফিরে আসি এখানেই। আর কত দিন থাকবো এখানে?
দু:খিত, ভালোবাসার দিনে আমার ভাল বাসার আজাইরা প্যাচাল পড়তে হলো। যান অন্য ব্লগে গিয়া ঢু মারেন!
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৭ সকাল ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





