আসলে এখন বিরক্ত হওয়ারই সময়। এই শব্দের বাজি পেটো আর বারুদ গন্ধ আমায় সন্মোহিত করে রাখে। আমার করুণাঘন কুমকুম গন্ধ এখন নিরুদ্দেশ। চারিদিক প্রস্বাব হলুদ, কেস জন্ডিস।
টেলিভিশন। এই সব নখের দাগ।রাস্তার টায়ার ছাপে গণিকা লিপস্টিক। স্লো আ্যকশনে একতা কাপুর।এ চ্যানেল ও চ্যানেল মানে এর বৌ তার বৌ।চকচকে শাড়ি, মুক্তোর ছড়ার মত কান্না ও বাচ্চাদের জন্মরহস্য, আধুলি পয়সার মত মেয়েরা হাত বদল হয়। কুকুরেরা হা করে বসে দ্যাখে তারপরে যৌনকর্মে লিপ্ত হয়।
বরবটি মহিলারা এখন ইরাজিতে আর বিট-গাজরেরা হিদিীতে কথা বলে।যদিও এদের গায়ে ঘামাচি বেশি হয়।আমি এদের দলে নেই, কেবল উপহাসের পাত্র। আমিও উঠতে বসতে এদের গাল পাড়ি।এরা গালাগালি দিতে ো শুনতে ভালবাসে। ভালবাসার লোককে বেশি গাল পাড়ে, সেগুলো শুনতে বেশ কিউট লাগে। ছেলেরা জিমে গিয়ে ভেন্ডি হওয়ার চেস্টা করে, মেয়েরা কাটলেই নাল ঝরে।
সিনেমার নামে এখন ভালো আইটেম নম্বর দেখা যায়।আর কানে রিমিক্স।কারা আবার ডিজে-টিজে হয়, দুল-চুল সমেত।আমার এখন কেটে পড়াই ভালো।বিরক্ত হয়েও কিছু লাভ নেই, টিভি- বরবটি চিবিয়ে আমার কোন ড্যাস হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



