অনেক রাত
জেগে আমি বসে আছি ,
আর ভাবছি আমি কোথায় আছি ,
আমি ঘুমে,আস্তে আস্তে রাত গভির ,
চারপাশটা কেমন শান্ত হয়ে যায় ।
যত রাত বাড়তে থাকে, আমার ঘুম ভার হয়ে জায়.
আমি আমার গন্তব্যের খুব কাছে ।
অনেকটা আলো অথবা সিগারেটের মত –
সবটুকু সুখ আছে যেন শেষ মূহুর্তে,
অথবা সবটুকু দুঃখ ।...
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




