(১)আমি বার মাস তোমায় ভালো বাসি
তুমি সুযোগ পাইলে ব্ন্দু বাসিও
আমি বার মাস তোমার আসায় আছি
তুমি অবসর পাইলে আসিও!
(২)আষাঢ় শ্রাবনে ঘন বর্ষার সাথে
দিন গুলো কাটেনা বিরহে ব্যাথাতে [ ২বার]
আসছে মাসে নাহয় পত্র দিও
তুমি অবসর পাইলে আসিও!
(৩) ভাদ্র আশ্বিণে কয় জনে জনে
কত কাল একা থাক মন উচা টনে
আসছে মাসে নাহয় আদরও জানিও
তুমি অবসর পাইলে আসিও!
(৪)পৌষ মাঘ কাটেনা বুঝি এই শীতে
একটু কি পারোনা কোন খোজ নিতে [২বার]
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
তুমি অবসর পাইলে আসিও!-------ঐ
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




