হায়রে জীবন....
যখন কেউ তোমার
দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় না, যখন জীবন প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে, যখন পৃথিবীটাকে আর স্বর্গ মনে হয় না, যখন মরিচা ধরে তোমার আত্নবিশ্বাসে, নিজেকে
বলো – এগিয়ে যাও, এরই নাম
জীবন!
যখন কোন কিছুই সঠিক পথে
এগোয় না, যখন কোন কিছুই আলোর মুখ
দেখে না, এবং যখন এটা সারভাইভ (Survive) করা কঠিন হয়ে পড়ে,
নিজেকে বলো – এগিয়ে যাও, এরই
নাম জীবন!
যখন কোন কম্পিটিশনের
মুখোমুখি হও, এবং তুমি রেসের
(Race) পশ্চাতে পড়ে থাকো, যখন
তুমি বিশ্বাস হারিয়ে ফেল, যখন তুমি
বিশ্বাসঘাতকের প্রতারণার শিকার
হও, নিজেকে বলো – এগিয়ে যাও,
এরই নাম জীবন!
যখন কেউ তোমায় শ্রদ্ধা করে না, যখন কেউ তোমার নুন্যতম প্রশংসাও করে না, তুমি যখন কোনও প্রশ্নের সল্যুশন খুঁজে পাও না,
এবং শুধুই দ্বিধাগ্রস্থ হয়ে পড়,
নিজেকে বলো – এগিয়ে যাও, এরই
নাম জীবন!
গন্তব্য যখন তোমার অনেক দুরে, যখন তুমি বুঝতে পার না কোথা থেকে শুরু করবে, চারপাশের সবকিছুই যখন বেদনাময় হয়ে ওঠে, যখন তোমার কঠিন পরিশ্রমও
ব্যর্থতায় পর্যবসিত হয়, নিজেকে
বলো – এগিয়ে যাও, এরই নাম
জীবন!
এমনকি যদিও এই সব কিছু ঘটে, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো এবং জীবনের মুখোমুখি হও আনন্দের সাথে, সবকিছুই অবশ্যই একদিন পাল্টে যাবে, কারণ... এরই
নাম জীবন!
সত্যিই জীবন বড় বিচিত্র। তাই কখনও ভেঙ্গে পরবেননা। দেখবেন আপনি পারবেনই। আপনার দ্বারাই অনেককিছু সম্ভব...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




