কষ্ট নাই আমার...
কষ্ট কখনও কখনও এমন ভাবে আসে যখন চোখ
বন্ধ হয়ে যায়। কান বধির হয়ে যায়।কন্ঠ
বোবা হয়ে যায়। বুদ্ধি নির্বোধ হয়ে
যায়। শরীর পঙ্গু হয়ে যায়। দিশেহারা
জীবনে সব পরিকল্পনা ছাড়খার হয়ে যায়।
তারপরও মানুষকে বেঁচে থাকতে হয় জীবনের
অদৃশ্য প্রয়োজনে। আমি জানিনা কী সে
প্রয়োজন। জীবনের কোথায় যেন কিসের
একটা অদৃশ্য টান। আমার অনুপস্থিতিতে সব
চলবে যথারীতি। তারপরও মনে হয় আমিই যেন
সব সমস্যা সমাধানের একমাত্র ভরষা। মনে
হয়, আমি ছাড়া সমস্যা সমাধানের আর কেউ
নাই। আমাকে ছাড়া সমাধান অসম্ভব। এই মনে করে
বলেই হয়তো হাজার যন্ত্রনা সয়ে বেঁচে
থাকা।
#কাল্পনিক নয় বাস্তব সত্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




