সন্ধ্যা দেখে এলাম
কী ভীষণ, সন্ধ্যা নেমেছে কারওয়ান বাজারে
আসমান থেকে নেমে আসা সন্ধ্যা
যত দূর চোখ যায়, ছাড়িয়ে গেছে বাংলামোটর
শাহবাগের গণজাগরণ মঞ্চও
জুড়ীর বনে, বুনো হাতির পালের মতো
দাবড়ে বেড়াচ্ছে, নিকষ কালো মেঘের সন্ধ্যা
গিয়াসউদ্দিন মুঠোফোনে জানাল, সাগরতীরেও সন্ধ্যার কমতি নেই
আছে উত্তরের কমলা বাগানেও
আশকারা পেয়ে বাড়ন্ত হয়েছে গণতান্ত্রিক সন্ধ্যাটি!
২.
আমার কী আর সংগতি আছে
পুষ্প হাতে তোমাকে দেখার!
তাই তো আশনাই ছড়িয়ে আসা একটি ভোর চাই
বিনীত, সংযত, বশীভূত একটি ভোর
রবি বা সোমবারের, বর্ষার বা চৈত্রের
একতরফা ভোটে স্বৈরতান্ত্রিক ভোর হলেও আপত্তি নেই
এই আমি প্রার্থনায় বসলাম, ভেঁপু হাতে!
(১৬ এপ্রিল ইত্তেফাকে প্রকাশিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


