প্রিয় জাফর ইকবাল স্যারের শুভ জন্মদিনে অন্তরের গভীর থেকে জানাচ্ছি ''আন্তরিক অভিনন্দন ''
আপনার সৃজনশীল চিন্তাধারা আমাদের সদা অনুপ্রেরনা যোগায়,
সুচিন্তিত মতামত বাস্তব জীবনে দারুন প্রভাব ফেলে,
কিন্তু অবাক হই পৃথিবীর বিদ্যা আপনার পাহাড়সম হলেও একজন চিন্তাশীল মুসলিম হয়েও ইসলাম সম্পর্কে আপনার বিদ্যা শুন্যেরকোটায় দেখে, তারচেয়েও বেশী অবাক হই এ বিযয়ে আপনার অনাগ্রহ দেখে!!!
আল্লাহর কাছে একটাই প্রার্থনা তিনি যেন আমাদের এই প্রিয় লেখককে ইসলামের সঠিক আলোয় আলোকিত করেন। আমীন
এটা শুধু আমার নয় সমগ্র ইসলামী তরুণ সমাজের চাওয়া যারা হ্রদয় দিয়ে ভালবাসে আপনাকে এবং আপনার প্রিয় এই বাংলাদেশকে...
যাদের হ্রদয়ে একটিই স্লোগান-
''দেশমাতৃকার জন্য মোরা সদা মরতে রাজি''

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






