মদন তার গার্লফ্রেন্ড রিমির সাথে কথা বলছে…
মদনঃ“I LOVE U”.
রিমিঃ ”I LOVE U TOO”
মদনঃ কতটা ভালোবাসো তুমি আমাকে?
রিমিঃ যতটা ভালোবাসো তুমি আমাকে।
মদনঃ … “হারামজাদী (!) তার মানে তুইও আমার সাথে টাইম-পাস করতেছোস ?
মদন এক অফিসের ম্যানেজার পদে চাকরি পেল। তো, মদন চাকরিতে জয়েন করার পরই কর্মচারীরা সময়মতো অফিসে আসা শূরু
করল। কেউ লেট করেনা। তাই দেখে অফিসের এম.ডি. একদিন
মদনকে বললঃ ঘটনা কি? আগে তো কেউ সময়মতো অফিসে আসতোনা। আপনাকে ম্যানেজার করার পর থেকেই সবাই টাইমের আগেই চলে আসে! আপনি কি জাদু জানেন নাকি ??
মদন: না স্যার, জাদু-টাদু কিছুনা। আমি অফিস টাইম শুরুর পর থেকে একটা চেয়ার সরিয়ে ফেলি। যে সবার পরে আসবে, তাকে দাঁড়িয়ে কাজ করতে হবে !! তাই সবাই টাইমের আগেই চলে আসে !!!
স্ত্রী : তোমাকে একটা বলি…….??
স্বামী : হুম বলো…..
স্ত্রী :মারবে না তো……??
স্বামী :আরে জানু মারব কেন…..??
স্ত্রী :আমি না মা হতে চলেছি……
স্বামী : আরে বলো কি এটা তো অনেক খুশিরখবর…… এর জন্য তোমাকে মারতে যাব কেন……??:O
স্ত্রী : না মানে কলেজে থাকতে বাবাকে এই কথা বলাতে বাবা অনেক মেরেছিল……..
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



