রক্ত ঝরে পড়ছে না ডানচক্ষু থেকে
রক্ত ঝরে পড়ছে না বামচক্ষু থেকে
রক্ত ঝরে পড়লে
একটা দর্শন হতে পারতো রক্তাক্ত
এখানে অর্ধেক মিথ্যা আছে
এখানে অর্ধেক মিথ্যা ক্ষিপ্ত
আমরা সবসময় মিথ্যা বলতে পারি না
সবসময় মিথ্যা বলতে পারলে
একটা মিথ্যা বাস্তব পাওয়া যেতো
মানুষের ছায়া মানুষকে সঙ্গ দেয়
মানুষের ছায়া ব্যক্তিগত স্বপ্নবাহক
মানুষ স্বপ্নের ছায়াও ধরতে পারে না
আলোর প্রলাপে ছায়া হয় দূর
তুমি ভাবো ইতিবাচক
আলো কেবল ছায়ার হন্তারক
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



