গাছের ব্যর্থতা এইযে- গাছ আমাকে নির্দিষ্ট করে না
যেজন্য সময়কে ঈশ্বর বলতে পারি।
যখন কিছু করার থাকে বা থাকে না
তখন আমি গাছের কাছে যাই না
সারাদিন ছাঁটকাগজের মতো নগরের সর্বত্র
উড়ে উড়ে ময়লা লাগাই চারপাশে।
রাতে নাকডেকে ঘুমযাই
মাঝেমধ্যে অক্সিজেন বিপত্তি হলে
উবুত হয়ে শুই
আর স্বপ্ন দেখি- রাষ্ট্রের মন্ত্রী ফিতা কেটে
আমাকে উদ্বোধন করছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে
ঘুম যখন কেটে যায়
অনির্দিষ্ট হয়ে পড়ি নিজের সম্পর্কে
ছাঁটকাগজ আর বৃক্ষরোপণ কর্মসূচি
কোনটায় আমাকে মৌলিক দ্যাখায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



