দুটি পাথরের চোখ অথবা চোখের পাথর
পাহাড়ি আলো মেখে ছুটছে
আরো একবার কন্যাসন্তান চেয়ে প্রার্থনা
ঈশ্বরও বিমুখ করলেন না
দাহাপাড়া থেকে বিরিশিরি রোজ দৌড়পথ
নিয়তির গ্রাম থেকে মফস্বলের গুঞ্জন
হৃদয়ে তাপ ছড়িয়ে যায় টাকা
তবুও মানুষটা হারায় না, হারেও না
আরো শক্ত করে ধরে মূলের মুঠি
দাদা, আপনারা পাহাড়ে কী দেখবেন?
একটাই দেখার আছে- পঁচিশে ডিসেম্বর
আমরা সারাপাড়ার লোক এক কলাপাতায় খাই
আসবেন, দেখতে পাবেন, ভালো লাগবে।
ফিরতে ফিরতে মনে হলো
লুচেন সাংমার অহংকার দিয়ে
সংবিধানের চার মূলনীতি সংস্কার করা যায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



