খুব কি ভালো আছো তুমি
আমি ভালো নেই
কারনটা তুমি জানো
যে জন্য তুমি আমায় ফেলিছিলে আস্তাকুড়েঁ।
আমি আজোশক্ত হয়ে দাড়াইনি
আজো পথের দিশায় ঘুরি
আজো আমি গুমড়ে কাদিঁ
ভেবেপাইনা কোথায় ফাঁকি
আমার যৌবনের।
সেকি তোমায় মহারানী বানিয়েছে
স্বর্নে মুড়িয়ে রেখেছে তোমায়
সেকি তোমায় ভালোবাসে আজো
আমার মতো।
আজো তুমি কি
আগের মতোই হাসো
যেমনটি হেসেছিলে
আজো কি চুলগুলো বাতাসে হয় এলোমেলো।
না আজ আর তোমায় ভালোবাসিনা
হতেওপারিনি অন্য কারো
তোমার কালো চোখ দুটো যে এখোনো
আমায় করে তোলে ছন্ন বিছিন্ন।
তুমি ভুল করোনি
আমি আজো ভব ঘুরে
আজো আমি দিনান্ত ঘুরি
মিথ্যা স্ব্প্ন লয়ে।
আজো আমি রাস্তায় চলি
শেষ হয়না পথের গলি
আজো মেলেনি কাউকে কিছু দেওয়ার
সু্র্য উঠে আর ডুবে
পাখিরা সব কলরব করে
আমার অন্তর থাকে অন্ধকার আধার।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




