ভুলগুলো কেন জানি ভুলই রয়ে গেল
সঠিক সমাধান হতে চেয়েও হলো না,
শুধু একঢিবার দুজনের চোখের মনি
একত্রে মিশেও কেন যেন মিশলোনা ।
দুরে চলে গেল দুজন দুইদিকে
পরস্পর হয়ে রইলো পরস্পরের দুবর্লতা
বারে বারে একসাথে হতে চেয়ে
সময় তাদের মিলতে দিলনা।
সুদীর্ঘ সময় পর যখন দেখা হলো
দুজনেই হয়তো মিলতে চেয়েছিলো
প্রত্যাশায় দুজনে কাছে এসেছিলো
কিন্তু নিয়তি সময় দিলো না।
আহারে! সময় নিয়তি, তুমি মন বুঝোনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




