অনেক দিন পর আজ ভাবি
সবই কি চলে গেল আমায় দিয়ে ফাকি।
তোমায় পেলে হয়তো আজ গর্বিত বাবা হতাম
অথবা আজ ছুটির দিনে শ্বসুর বাড়ি যেতাম।
দিন চলে যায়নি আজো একা আছি
তোমার মতই একটা তরুনী খুজছি।
তুমি যেদিন আমার পাশের চেয়ারে বসেছিলে
অবাধ্য চুলে আমার মন কেড়েছিলে।
তোমাকে হারিয়েই সুখি আজ আমি ভাবি
এতো ভালোবাসা নিয়ে বাঁচা যায় নাকি।
আজ আমি সুখেই আছি তোমায় না পেয়ে
অফিস ফেরত বাসা এসে একাএকা লাগে।
আজো আমি তোমার বাসার কাছে যাই
যদি কখনো সুখি মুখটি একবার দেখতে পাই।
কখনো ভাবি আমি ফাজিল এটাই আমার দোষ
ভালোবেসেছিলাম তোমায় এটাই আফসোস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




