পৃথিবীর অনেক দেশ আজ আদিবাসীদের সম্মান ও অধিকারের কথা গুরুত্বের সাথে ভাবতে শুরু করেছে। আমাদেরও উচিত তাদের অধিকারের দিকে দৃষ্টি দেয়া। তারা যেন তাদের ঐতিহ্য সংস্কৃতি, ইতিহাস, অধিকার নিয়ে মর্যাদার সাথে বাস করতে পারে, সমাজে ও রাষ্ট্রের অবদান রাখতে পারে। মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদের অবদানকে রাষ্ট্র ও সমাজের স্বীকৃতি ও সম্মান দেয়া উচিত। কয়েকদিন আগে একজন আদিবাসী মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মান জানানো হয়েছে। এভাবেই তাদেরকে মূল্যায়ন করতে হবে।
২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়কে জাতিসংঘ দ্বিতীয় আন্তর্জাতিক আদিবাসী দশক ঘোষণা করেছে, যাতে সদস্য রাষ্ট্রগুলো আদিবাসীদের উন্নয়নের প্রতি অধিক মনোযোগী হয়। নতুন সরকার নিশ্চয়ই আদিবাসী ইস্যুতে ইতিবাচক দৃষ্টি দিবে। ইতিমধ্যেই একজন আদিবাসী সংসদ সদস্য মন্ত্রীর মর্যাদা পেয়েছেন। তৃণমূল পর্যায় থেকে উৎসাহিত করা হলে এবং পরিবেশ সৃষ্টি করা হলে নীতিনির্ধারণে আদিবাসীরা প্রশংসনীয় ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায়। কেননা তারা পরিশ্রমী এবং সৎ। জাতিসংঘ ঘোষিত আদিবাসী অধিকার বিষয়ক ঘোষণাপত্রে উল্লেখ আছে, আদিবাসী জনগোষ্ঠী ও ব্যক্তিদের কোনভাবেই অন্য সম্প্রদায়ের সঙ্গে একীভূত করার ক্ষেত্রে চাপ দেয়া যাবে না এবং জোর করে বা বল প্রয়োগের মাধ্যমে তাদের সংস্কৃতিকে ধ্বংস করা যাবে না। ওই ঘোষণাপত্রে আরও উল্লেখ আছে, আদিবাসী জনগোষ্ঠীগুলোর নিজস্ব ইতিহাস, ভাষা, ঐতিহ্য, দর্শন, লিখন প্রক্রিয়া এবং সাহিত্য পুনর্জীবিত, চর্চা, ব্যবহার, উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে হস্তান্তর করার অধিকার রয়েছে। আদিবাসীদের নিজেদের শিক্ষা ব্যবস্থা এবং প্রতিষ্ঠান স্থাপন ও নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। এও বলা হয়েছে, আদিবাসী শিশুদের নিজস্ব সংস্কৃতি ও ভাষায় শিক্ষা লাভের সুযোগ রাষ্ট্র নিশ্চিত করবে এবং তা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় বা পাঠ্যপুস্তকে ও জনতথ্য ব্যবস্থায় প্রতিফলিত হবে। এমনকি গণমাধ্যমগুলোতে আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্য যথাযথভাবে প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে রাষ্ট্র কার্যকর ভূমিকা গ্রহণ করবে। অনেক দেশে এসব বিষয়ে অগ্রগতি হলেও আমাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে তেমন কিছু হয়নি।
আদিবাসীদের ভূমি, ভাষা ও সংস্কৃতি রক্ষার অধিকার আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাই সরকার বা রাষ্ট্র তা অস্বীকার করতে বা উপেক্ষা করতে পারবে না। সাংবিধানিক স্বীকৃতি দেয়ার মাধ্যমে আদিবাসীদের অধিকার রক্ষা করতে হবে। তবে নতুন আইন হলে তা যেন আদিবাসীদের নিজস্ব আইনের সাথে সঙ্গতিপূর্ণ হয় তাও লক্ষ রাখতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





