শীতের সময়টা বাংলাদেশে ওয়াজ মাহফিলের ভর মৌসুম বলে গণ্য হয়। এমনি এক শীতের রাত্রিতে ওয়াজ মাহফিলে তশরীফ আনয়ন করিয়াছে এক বিখ্যাত মৌলানা। তিনি বলিতেছিলেন, “হে মোমিন মুসলমান ভাই সকল, দিনকাল যা আসিতেছে, তাতে ইমান ঠিক রাখা দায় হইয়া যাইবে। তাই আপনাদের দীনের পথে থাকিতে হইবে। ইমানের পথে এলেমের থাকিতে হইবে। ইদানীং বিশেষ ভাবে লক্ষণীয় যে, নারীর বস্ত্র পুরুষেরাও পরিধান শুরু করিয়াছে। এইটা সম্পূর্ণই বেদাতী, হারাম। নারীর বস্ত্র বেশীর ভাগ সময় নাপাক থাকে। বিশেষ করে মাসের বিশেষ সময়গুলোতে। “
হুজুর যথারীতি ওয়াজ সম্পন্ন করিয়া বাড়ি ফিরিয়া রাত্রি বেলায় ঘুমাইবার সময় শীত নিবারণের জন্য ব্যবহৃত কোন শীতের কাঁথা খুঁজিয়া না পাইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, “ওগো, কাঁথা গুলো কোথায় তুলিয়া রাখিয়াছ? একটাও তো খুঁজিয়া পাইতেছিনা? ব্যাপার খানা কি?” স্ত্রী বলিল “হুজুর, আপনি না খনিক মাত্র ভরা মজলিসে ওয়াজ করিয়া আসিলেন নারীর বস্ত্র পরিধান সম্পূর্ণ হারাম। তাহলে কেন আমার পুরাতন বস্ত্র দিয়ে তৈরিকৃত শীতের কাঁথা পরিধান করিতে চাহিতেছেন?“ হুজুর মনে মনে বিষম খাইল। এতবড় একটা ভুল কীভাবে হইল। সময়ের বয়ান অন্য সময়ে হইয়া গেল।
কর্তৃপক্ষ যথারীতি ক্ষমতা দেখাইয়াছেন। বাতাসে গুঁজবের ডালপালা বিরাজমান। কয়জন ব্যান হইয়াছেন। আদৌ কি হইয়াছে ব্যান? আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী। পিকনিকের সময় কোন এক নাপিত পণ্ডিত আগ বাড়াইয়া আবেগী পোস্ট দিয়া বলিয়াছিল “এই ব্যানার ব্যবহার চলিবে না।“ ছাগলের তিন নম্বর বাচ্চা গুলান সমস্বরে কোরাস গাহিয়া উঠিয়াছিল “পিকনিক বাতিল কর, করিতে হইব”। জ্বালাময়ী পোস্ট দেখিয়া কাঁচকি মাছের কলিজা ওয়ালা ব্যক্তিগুলান মাইনে পিকনিক পার্টিও পিছু হটিয়াছিল তখন।
সেই ব্লগার, সেই নোয়াখালীর হুজুর আবার ফতোয়া দিয়াছেন (উনি আবার টীমে অন্তর্ভুক্তির জন্য বিবেচনায় রহিয়াছেন)। যথারীতি তাহার উষ্কানীতে কান দিয়া ব্যান খাইয়াছে কেউ কেউ (বাজারে রটিয়াছে)। অপেক্ষমাণ রইসুদ্দিনের (তিনিও টীমে প্রবেশের জন্য অপেক্ষমাণ) একটা ব্যান প্রয়োজন ছিল না হইলে তাহার টীমের জন্য ত্যাগ প্রমাণের সুযোগ তৈরি হইতে ছিল না। এবার তাহার ওয়াজ কি ছিল? এবার তাহার অমৃত বাণী “ওহে চেতনার ব্লগার গণ তোমরা তোমাদের পোস্ট ড্রাফট করিয়া ফেল”। হুজুর বলিয়াছেন বলিয়া কথা। তাহার ওয়াজ না শুনলে অশেষ গুনাহের ভাগীদার হইতে হইবে। নয়তো টীমের লোকেরা ড়াজাকার উপাধি দেয়ার সম্ভাবনা।
যত্তোসব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




