সপ্ন দেখে সবাই কেন জানিনা
আমি দেখি কারন সপ্ন কখনো সত্যি হয়না
সবাই যদি ভাল থাকে তবে খারাপ থাকবে কে?
অপমান লাঞ্চ্যনা সহ্য করবে কে?
আমার মতো করে ভেবো না কখনো
লোক তোমায় পাগল ভাববে...
আর আমি তোমাকে যতই তোমাকে ঘৃনা করি
ভাল তো আমি তোমাকেই বাসি
তাই কেউ তোমায় কিছু বলুক তা আমি চাইবনা
হয়তো তুমি ছাড়া এই লেখা অনেকেই দেখবে
কিন্তু সম্পুর্ন সুধু তুমিই বুঝতে...
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ বিকাল ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





