সময়ের আবর্তে সময় চলে যায়
এমন কিছু কথা থাকে যা কখনো কখনো মানুষকে
এলোমেলো করে যায়
কিছু এমন স্মৃতি থাকে যা চাইলেও মুছে ফেলা যায় না
কেন জানিনা স্থির জীবনটাকে খুব সহজেই অচেনা করে দিয়া যায়
আজো সেই ভুল নিয়েই বেচেঁ আছি
কখনো মনে হয় সব ভুলে আবার নতুন করে ভাবি
কিন্তু যখন জীবন তার মতো করে নিজেকে সাজাতে চায়
তখনি কিছু বাধাঁ এসে সব এলোমেলো করে দিয়ে যায়
তখন আর সপ্ন দেখতে ইচ্ছে করে না
মনের মধ্যে বাচঁবার ইচ্ছা মরে যায়
এই কি জীবন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





