সেই সময় তারা ছিল, সময়টা ছিল মধ্য বিকাল
যখন ছেলে মেয়েরা পার্কে বসে প্রেম করছিলো
যখন টোকাই ছেলেটা রাস্তার পাশে পড়ে থাকা কাগজ তুলছিলো
তারা ছিলো সেই সময়, সত্যি বলছি ছিলো।
যখন খুদার্থ দৃষ্টি পড়েছিলো দোকানে ঝোলানো কেকগুলোর উপর
যখন ঠাণ্ডা ড্রিঙ্কসের বোতলগুলো সহাস্যে পরিহাসে ব্যাস্ত
যখন কোন ফেরিওয়ালা ফেরি করে বিক্রি করছিলো পান-সিগারেট
তখনো তারা ছিল, মুহুর্তে সত্যের মতো দৃশ্যমান।
সন্ধ্যে নেমে এলে কোলাহলের কমতি শুরু হলে বা শেষ সময়
যখন পার্কের তরুন জুটিগুলো অন্ধকারের ফায়দা লুটে মিটাচ্ছে তাদের আদিম খিদে
যখন টহল পুলিশ এসে তুলে দিলো অতৃপ্ত যুগলগুলোকে
তাদের লজ্জাহীন কার্যকলাপের নীরব সাক্ষী হয়ে, তারা ছিল
ছিলো সৃষ্টির শুরু থেকে, পথে প্রান্তরে, ছিলো তোমার সামনে
যাদের যত্ন কখনো করনা তোমরা, কিন্তু তোমাদের কথা
ভবিষ্যৎ পৃথিবীর পরিনতির কথা তারা ছাড়া আর কেউ মনে রাখেনী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





