
গতমাসে ইউ এস এ গিয়েছিলাম একটা কনফারেন্স-এ যোগ দিতে। এটি আমার প্রথম ইউ এস এ ভ্রমণ। নিউ ইয়র্ক এর লং আইল্যান্ড এ একটা ভাইয়ার বাসায় ছিলাম। কনফারেন্স ছিল কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি নামক একটা রিসার্চ ইন্সটিটিউট-এ। সেই ভাই সেখানেই চাকরি করেন। যেহেতু এটা একটা অফিসিয়াল ট্যুর ছিল, আমি সেরকম ভাবে ছবি তুলতে পারিনি। মাত্র একদিন আমরা বেড়াতে গিয়েছিলাম নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে। সেখানেই কিছু ছবি তুলেছি। আর যাওয়ার সময় কিছু স্ট্রিট ফটোগ্রাফিও করেছি। স্ট্রিট ফটোগ্রাফিও আমার প্রথম কারণ জাপানে আপনি ইচ্ছে করলেই কারো ছবি তুলতে পারবেন না। এর জন্য আপনাকে প্রথমে যার ছবি তুলবেন তার কাছ থেকে অনুমতি নিতে হবে। অথবা ছবি তুলে ফেললেও পরবর্তিতে তার অনুমতি নিয়েই সেই ছবি ব্যববার করতে পারবেন। কিন্তু ইউ এস এ তে আপনি যার ইচ্ছে ছবি তুলতে পারবেন। কি মজা।
১। ছবির বাম পাশে (আপনার ডান পাশে) নিউ ইয়র্ক আর ডান পাশে (আপনার বাম পাশে) নিউ জার্সি। আমি দাঁড়িয়ে আছি লিবার্টি আইল্যান্ডে।

২। ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিল্ডিং।

৩। কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির প্রাইভেট বিচ।

৪। বিচের পাশে বসার জায়গা।

৫।

৬। গ্রাউন্ড জেরো। যারা সেদিন মারা গিয়েছিলেন তাদের নাম লিখা আছে দেওয়ালে।

৭। ফ্লাইট নাম্বার ১৭৫। এই ফ্লাইটটিই সেদিন ব্যবহার করা হয়েছিল।

স্ট্রিট ফটোগ্রাফি
৮। সাবওয়ে

৯। সাবওয়ের ভিতর।

১০। এটা সম্ভবত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাবওয়ের গেইট।

১১।র্যন্ডম ক্লিক

১২।র্যন্ডম ক্লিক

১৩।র্যন্ডম ক্লিক

১৪।র্যন্ডম ক্লিক

১৫।র্যন্ডম ক্লিক

১৬।র্যন্ডম ক্লিক

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




