এক.
আর কত আশা থাকে ভিখিরির ঝুলিতে?
বারুদ ফুরিয়ে গেলে পুলিশের গুলিতে?
কেন, যত শিল্প থাকে শিল্পীর তুলিতে
যত মধু থাকে পলিটিক্সের বুলিতে
এবার অন্য গল্প এক যে ছিল হাতি
হাতি কার জ্ঞাতি এই নিয়ে মাতামাতি
হাতিতে যে-জন চড়ে সেই তার নাতি?
না হাতির মাথায় ধরে থাকে যে ছাতি?
তোমার হেলাল বলে চোখ বাঁধা ঠুলিতে
জানলে না পার্থক্য ময়না বুলবুলিতে।
দুই.
আজ আমাকে নাইতে হবে
ভালো কিছু তো খাইতে হবে
এমন গান গাইতে হবে
সোনার মেডেল পাইতে হবে
আমার তুমি গুরু সখা হে
ভেসে না যাই দেখো সেই প্রবাহে
আমার একটা ময়না আছে বুকে
গায়না কেন বোবা মনের সুখে?
হেলাল বলে গলাটা তার হেঁড়ে
যদি তুমি নাও গো সেটা কেড়ে?
**সবুজ অঙ্গন, মে ২০০৩ সংখ্যা থেকে
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




