অনেকদিন ছাড়াছাড়া ভাবে মনে হয়, আজকে সচেতন ভাবে লক্ষ্য করলাম। আমাদের দেশের মিডিয়া পুরো পুরি নেতিবাচক একটি মিডিয়া। খবরের কাগজ খুলেন, একটা ভাল নিউজ খুজে পেতে হয়রান হতে হবে, খালি খারাপ খবরের ছড়াছড়ি, ভয়াবহ দু্ঃসংবাদ বহনকারী সব খবর সবখানে। তারমানে কি দেশে ভাল কিছু ঘটে না?
খালি সরকারে খারাপ কাজের ফিরিস্তি, তাই বলে কি সরকার ভাল কাজ করে না? ভাববেন না যে আমি বর্তমান সরকারের সমর্থক। বিএনপির বেলাতেও তাই হয়েছে।
ব্যাপারটি আসলে গুরুতর।
আমেরিকা ইউরোপে দেখুন, রেসেশন কিভাবে বাড়ল? প্রথমে হাউজ ফাইনান্সিং এ ধ্বস নামল, কেননা লোকজন মর্টগেজ পরিশোধ করতে পারছিল না। পরে কয়টা আর্থিক প্রতিষ্টান ধ্বসে পড়ে দুর্গতি নামল। পরে এটা কিভাবে তৃনমুল পর্যায়ে নামল? কেননা, মিডিয়াতে প্রবল ভাবে অর্থনৈতিক দুরবস্থার খবর আসতে লাগল, লোকজন খরচ কমাতে লাগল, প্রতিষ্টানগুলো কর্মী ছাটাই করতে লাগল। সবই কিন্তু নেতিবাচক খবরে।
আমাদের দেশে তো সবসময় খালি নেতিবাচক খবর। মাটি ও মানুষের মত অনুষ্টান যখন লোকে এখানে পছন্দ করে, সেখানে বুঝতে পারি, লোকজন আসলে ভাল খবর ভালই বাসে, অথচ মিডিয়া শোনায় না।
প্রত্যেকটি খবরের কাগজে ভাল নিউজকে সম্পাদকরা বাতিল নিউজ ভাবে।
আজকে দেখুন দেখলাম একটা খবর, টিভির।
দেশে সবকিছুর দাম কমলেও মাছ মাংসের বাজারে আগুন।
এখানে কিন্তু মুল নিউজটি মাছ মাংসের দাম বাড়া নিয়ে, কোনমতেই অন্য সবকিছূর দাম কমা নিয়ে না। অথচ নিউজটি হওয়া দরকার ছিল, দেশে সবকিছুর দাম কমেছে, কত কমেছে সেগুলো বলা, তাতে করে লোকজন আশা পেত, বাজারে গিয়ে কমদাম পেত, এবং সাথে উল্লেখ করা যে মাছ মাংসের দাম বেশী। কিন্তু না তা করে মাছের দাম বাড়ার কথাই বলে আসলে দাম বাড়াকে আরও বাড়িয়ে দেয়া। মানুষকে হতাশ করা। কিন্তু তাই করা হচ্ছে দেশে। দেশ ঠিকই এগুচ্ছে, কিন্তু এইসব হতাশ করা খবর পড়ে ও দেখে এবং আলোচনা করে দেশের মানুষ হতাশ হচ্ছে প্রতিনিয়ত।
অথচ দেশের কত কি যে ভাল নিউজ তা আমাদের চোখে পড়লে আমরা সে সব শুনে সুখী হতে পারতাম।
এসব দেখে হতাশ হচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





