নিঃশব্দ তোমার চাওয়ায় আমি কোনই প্রশ্ন দেখিনি সেদিন।
চলে যাওয়ার আগে কোন কথাই বললে না কেন?
আমার ভূলগুলো অযথাই মনে পড়ে যায়,
ভূলগুলো যেন ভূলে ভূলে বেড়ে ওঠে।
তোমার কাছে চেয়েছিলাম একটু খানি সুখ।
অযাচিতের মত দাড়িয়ে ছিলাম তোমার প্রত্যাশায়।
তুমি যে ছিলে সেটা বুঝতেই এত দেরি হয়ে গেল।
রক্তাক্ত করল তোমায় ভোরের পাখি।
তোমার সাথে আলোর কেন এত বৈরিতা
আমি আলোর সাথে ভাব করেছি।
সে বলেছে তোমাকে বুকে জড়িয়ে থাকতে দেবে।
কিন্তু সে কথা রাখেনি।
চলে যাওয়ার আগে কিছুত বল।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



