অনুমান করা হয়েছিল যে, ২০২০ সালের দিকে চীনের অর্থনীতি আমেরিকার অর্থনীতি থেকে বড় হবে; কিন্ত ৬ বছর আগেই তা ঘটে গেলো; এটা আমেরিকা ও সারা বিশ্বের জন্য দু:সংবাদ। চীনের অর্থনীতি এখন ১৭ ট্রিলিয়ন ৪০০ বিলয়ন, আমেরিকার অর্থনীতি ১৭ ট্রিলিয়ন ২০০ বিলয়ন; আমাদের অর্থনীতি ২২০ বিলিয়ন ডলার।
চীনের মানুষ এখন সবচেয়ে দুর্নীতিবাজ, সবচেয়ে হিংসুক, সবচেয়ে দয়ামায়াহীন; এদের হাতে বিশ্বের অর্থনীতি ও মানবতা আটকা পড়বে।
চীনাারা অন্যের অধিকার বুঝে না: এক চীনা অন্য চীনাকে কিছু দিতে চাহে না; বিশ্ব তাদের থেকে কিছু আশা করতে পারে না। যদিও চীন বাংলাদেশকে কিছু পরিমাণ সাহায্য করেছে; তাতে ভালোর থেকে ক্ষতি হয়েছে; কারণ তারা বাংলাদেশ সরকারের লোকদের দুর্নীতিতে সাহায্য করেছে।
চীনে প্রতিদিন ৮০০ মিলয়ন মানুষ কাজ করে, এবং গড়ে প্রতিজন ১০ ঘন্টা কাজ করে; আমেরিকায় ১৭৫ মিলয়ন( ২০ মিলিয়ন অবৈধ) মানুষ দৈনিক গড়ে ৮ ঘন্টা কাজ করে। ফলে, আমেরিকা কোন অবস্হায় ১ম স্হানে থাকতে পারবে না। বাংলাদেশের ২৬ লাখ সরকারী কর্মচারী গড়ে ৪ ঘন্টার কম চাকুরী করে দৈনিক।
চীনারা এ মহুর্তে ভয়ংকর চীনা-জাতীয়তাবাদী ক্যাপিটেলিজম চালু করেছে, যদিও তাদের পার্টির নাম 'কম্যুনিস্ট পার্টি'; এটাও ভয়ংকর প্রতারণা।
দয়ামায়াহীন চীনের মানুষের হাতে সম্পদ, টেকনোলোজী ও শক্তি চলে গেছে এ মহুর্তে, এটা সারা বিশ্বের জন্য দুর্সংবাদ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




