সকাল হইছে..সবাই ছুটতাছে অফিসের দিকে..কেউ আবার যাইতাছে স্কুল, কলেজ, ভার্সিটিতে। কিন্তু সক্কালবেলায় সগলের প্রবলেম একই। রিক্সা.............।।
সকাল হইতেই রিক্সাওলাগুলার দেমাগ বাইড়া যায়। হেরা নিজেগোরে মনে করে পথের রাজা। কুনো জায়গায় যাইবার চায় না। আবার হুদাই রিক্সা লইয়া বইয়া থাকবো। একখান উদাহরণ দেই। মালিবাগ মোড় থাইকা হাইকোর্ট মোড় আগে ভাড়া আছিল ১২ট্যাকা। এখন সেইডা হইছে ১৫ট্যাকা। হেরপরও যদি ঘুম থাইক্যা উইঠা, চোখ ডলতে ডলতে, রাস্তায় বাইর হইয়া শুনেন যে ভাড়া ২৫ট্যাকা চায় তাইলে মনডা কেমন করে কন তো? হেরপরও প্রবলেম আছে। একখান রিক্সাওলা চাইতেই পারে....রাস্তা চিনবার নাও পারে। মাগার যখন দেখবেন সবগুলা রিক্সায় ২৫ট্যাকাই চায় তখন মনে একখান প্রশ্ন জাগে। কারণ, এরপরে সারাদিন ঐ ১৫ ট্যাকাতেই যাওন যায়। প্রবলেম খালি সক্কাল বেলায়। কারণ সক্কাল বেলায় মানুষের তাড়া থাকে সবচে বেশি। তার আগে আরেকখান কথা। যেইদিন ২০ট্যাকা চায়...হেই দিন সব রিক্সাওলাই ২০ট্যাকা চায়। সুতরাং মনে সন্দেহ হয়....এরা কি রাইতের বেলা মিটিং ফিটিং করে নাকি? নাকি ভোর বেলা রিক্সা লইয়া বাইর হওনের আগে হগলেরে শিখাইয়া দেয় যে আইজকা রেট ২৫ট্যাকা...????
আরে ভাইজানেরা.....বড় লোকগো নাইলে গাড়ি আছে....কুনো প্রবলেম নাই....মাগার মধ্যবিত্ত আমরাতো পইড়া গেছি মাইনকার চিপায়। রিক্সা ছাড়া গতি নাই....কারণ অনেক রুটে বাসই নাই। এই চান্সে রিক্সাগ্যাং মানুষরে করছে জিম্মি। ভাড়ার কুনো ঠিক নাই। আবার ঠিক কইরা লওনের পরেও জায়গামতো যাইয়া লাগায় কাইজ্যা....।
আমার মনে হয় বিষয়ডার দিকে সরকার একটু নজর দিবার পারে। আরো কিছু বাস দিবার পারে। রিক্সার ভাড়া ঠিক কইরা দিবার পারে...........আরে কিছু একটা তো করেন....আরতো পারি না......!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




